ডাচ বাংলা ব্যাংক লোন আবেদন করার নিয়ম

  ডাচ বাংলা ব্যাংক লোন আবেদন করার নিয়ম। ডাচ বাংলা ব্যাংক থেকে খুব সহজেই অল্প সুদে লোন পাওয়া যায়। সর্বনিম্ন ৫০ হাজার টাকা থেকে ২ কোটি টাকা পর্যন্ত লোন প্রদান করে থাকে এই ব্যাংক। চাইলে আপনিও ডাচ বাংলা ব্যাংক থেকে লোন নিতে পারেন এজন্য আপনার বৈধ ডকুমেণ্ট প্রয়োজন হবে।

ডাচ-বাংলা-ব্যাংক-লোন-আবেদন-করার-নিয়ম

আপনি কি ডাচ বাংলা ব্যাংক থেকে লোন নিতে চাচ্ছেন? তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্যই।ডাচ বাংলা ব্যাংক থেকে লোন পাওয়ার উপায়, কি ধরনের লোন পাওয়া যায়, কি কি ডকুমেন্টস লাগে সে সম্পর্কে আজ আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো। 

পেজ সূচিপত্র ঃডাচ বাংলা ব্যাংক লোন আবেদন করার নিয়ম

ডাচ বাংলা ব্যাংক লোন আবেদন করার পদ্ধতি

ডাচ বাংলা ব্যাংক থেকে লোন নিতে চাইলে ডাচ-বাংলা ব্যাংকের যে কোন শাখায় গিয়ে সাক্ষাৎ করতে হবে। এরপর তাদের সাথে আলোচনা করতে হবে আপনি কোন ধরনের লোন নিতে চাচ্ছেন। অতঃপর তারা জানতে চাইবে আপনি কত টাকা লোন নিতে চাচ্ছেন কি কাজের জন্য লোন নিতে চাচ্ছেন ইত্যাদি সম্পর্কে।

তাদেরকে এসব তথ্য দেবার পর আপনার ইনকাম সোর্স কি এসব জানতে চাইবে। অতঃপর তাদের পক্ষ থেকে আপনাকে একটি লোন আবেদন ফরম দেওয়া হবে। আবেদন ফরমটি সঠিক তথ্য দ্বারা পূরণ করে তাদের জমা দিবেন। এরপর লোনের আবেদন ফরম এর সাথে প্রয়োজনীয় কিছু ডকুমেন্ট জমা দিতে হবে। আর আপনার লোনের টাকার পরিমান যদি বেশি হয় তাহলে আপনার পরিবারের কাউকে  হিসেবে রাখতে হবে। এভাবে আপনি ডাচ বাংলা ব্যাংক থেকে লোনের জন্য আবেদন করতে পারবেন।

ডাচ বাংলা ব্যাংক লোনের ধরন

ডাচ বাংলা ব্যাংক  বিভিন্ন ধরনের লোন প্রদান করে থাকে। লোনের ধরনের ওপর নির্ভর করে লোনের টাকার পরিমান কম বেশি হয়ে থাকে। এছাড়াও কি ধরনের লোন নিবেন তার ওপর নির্ভর করে আপনার জামানত লাগবে এবং ডকুমেন্টস প্রয়োজন হবে। এছাড়াও বেশ কিছু নিয়ম কানুন আছে যা লোনের ধরনের উপর নির্ভর করে।

আরো পড়ুন ঃ প্রবাসী কল্যাণ ব্যাংক লোন  নিয়ম ২০২৫

আজকে আপনাদের সাথে শেয়ার করবো ডাচ বাংলা ব্যাংক থেকে কি কি উপায়ে লোন নিতে পারবেন। ডাচ বাংলা ব্যাংক থেকে যেসব উপায়ে লোন প্রদান করা হয় তার একটি তালিকা আজ আপনাদের সাথে শেয়ার করবো।

  1. ডাচ বাংলা ব্যাংক হোম লোন
  2. ডাচ বাংলা ব্যাংক পার্সোনাল লোন
  3. ডাচ-বাংলা ব্যাংক এস এম ই লোন
  4. ডাচ বাংলা ব্যাংক স্যালারি লোন
  5. ডাচ বাংলা ব্যাংক স্টুডেন্ট লোন
  6. ডাচ বাংলা ব্যাংক কার লোন

ডাচ বাংলা ব্যাংক হোম লোন

আপনি কি নতুন বাড়ি বানাতে চান? কিংবা নতুন বাড়ি কিনতে চান? তাহলে আপনার স্বপ্ন পূরণের জন্য সহায়তা করবে ডাচ বাংলা ব্যাংক। ডাচ বাংলা ব্যাংক থেকে আপনি বাড়ি বানানোর জন্য সর্বোচ্চ ৩০ লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন। তবে এই লোন নিতে হলে আপনার স্থায়ী জমি বা বাড়ির কাগজপত্র ব্যাংকে জামানত রাখতে হবে।

বাড়ির দলিলের অবশ্যই মূল কপি হতে হবে। দলিলের ফটোকপি গ্রহণযোগ্য নয়। এছাড়াও ব্যাংক থেকে হোম লোন নেওয়ার জন্য আরো কিছু ডকুমেন্টস প্রয়োজন হয়। যেমন

প্রয়োজনীয় ডকুমেন্ট ঃ

  • খতিয়ান নামধারী রশিদ
  • জাতীয় পরিচয় পত্র অথবা পাসপোর্ট
  • গ্যারান্টার এর কিছু ডকুমেন্ট
  • জমির দলিল এবং খতিয়ান নাম্বার
  • এনইসি

হোম লোন সেবা তথ্যঃ

  • সর্বনিম্ন ৫০ হাজার টাকা
  • সর্বোচ্চ ২ কোটি টাকা 
  • ইন্টারেস্ট রেট সর্বোচ্চ ৮ শতাংশ 
  • অন্য যেকোনো ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠান টেক ওভারের ক্ষেত্রে ৭.৫০ শতাংশ
  • এখান থেকে লোন নিয়ে বাড়ি ফ্ল্যাট নির্মাণ কিংবা ক্রয় করতে পারবেন

বয়স সীমা ঃ

  • যে ব্যক্তি লোন নিবে তার সর্বনিম্ন বয়স ১৮ বছর হতে হবে।
  • সর্বোচ্চ বয়স সীমা হবে গ্রাহকের অবসর নেওয়ার সময়কাল পর্যন্ত।

ডাচ বাংলা ব্যাংক পার্সোনাল লোন

ব্যক্তিগত কাজের জন্য অর্থের প্রয়োজন হলে আপনিও ডাচ বাংলা ব্যাংক থেকে পার্সোনাল লোন নিতে পারবেন। ডাচবাংলা ব্যাংক থেকে আপনার প্রয়োজন অনুযায়ী পার্সোনাল লোন নিতে পারবেন যেকোনো পরিমাণে। তবে বেশি পরিমাণ লোন নিতে চাইলে জামানত হিসাবে কিছু রাখতে হবে আপনাকে।

সমপরিমান অর্থ লোন নিতে চাইলে বেশি অর্থের প্রয়োজন পড়ে না। ডাচ বাংলা ব্যাংক থেকে পার্সোনাল লোন নিতে নিকটস্থ যে কোন শাখায় যেতে পারেন। ব্যাংকে যাওয়ার পর, ব্যাংকের ম্যানেজারের সাথে আপনাকে কথা বলতে হবে যে আপনি পার্সোনাল লোন নিতে ইচ্ছুক। পার্সোনাল লোন নিতে হলে কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট প্রয়োজন হবে। যেমন;

প্রয়োজনীয় ডকুমেন্টস ঃ

  • পার্সোনাল লোন আবেদন পত্র
  • জাতীয় পরিচয় পত্র
  • সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৪ কপি ছবি
  • ভিজিটিং কার্ড
  • বিদ্যুৎ বিলের কপি
  • ব্যবস্থা প্রতিষ্ঠান ভাড়া নেওয়ার চুক্তি পত্র
  • বিগত ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট
পার্সোনাল লোন সেবা তথ্যঃ
  • সর্বনিম্ন ৫০ হাজার টাকা
  • সর্বোচ্চ ২০ লক্ষ টাকা 
  • লোনের প্রসেসিং 0.৫ শতাংশ
  • নতুন লোনের জন্য ৮.৫০ শতাংশ মুনাফা প্রতি বছর দিতে হবে
  • লোন রিনিউ করে নতুন ভাবে নিলে ৮.০০% মুনাফা দিতে হবে
  • পার্সোনাল লোন সর্বনিম্ন ১২ মাস থেকে এবং সর্বোচ্চ ৬০ মাসের জন্য প্রদান করা হয়

বয়স সীমা ঃ

  • যে ব্যক্তি লোন নিবে তার সর্বনিম্ন বয়স ১৮ বছর হতে হবে।
  • সর্বোচ্চ বয়স সীমা হবে গ্রাহকের অবসর নেওয়ার সময়কাল পর্যন্ত।

ডাচ বাংলা ব্যাংক এসএমই লোন

ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের জন্য ডাচ-বাংলা ব্যাংক থেকে এস এম ই লোন প্রদান করা হয়। যারা নতুন উদ্যোক্তা, বা উদ্যোক্তা হতে চাইছে তারা  ডাচ-বাংলা ব্যাংক থেকে লোন গ্রহণ করতে পারবে। এরপর কিস্তি আকারে লোনের টাকা পরিশোধ করতে হবে।

ডাচ বাংলা ব্যাংক থেকে এসএমই লোন নেওয়ার জন্য লোনের আবেদন করতে হবে। লোনের আবেদন করার সময় প্রকল্প সম্পর্কিত বেশ কিছু ডকুমেন্ট জমা দিতে হবে। এছাড়াও জামানাত হিসাবে নিজের স্থায়ী সম্পদ জামানত রাখতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস ঃ
  • জাতীয় পরিচয় পত্র
  • পাসপোর্ট সাইজের ৪ কপি ছবি
  • ব্যবসা প্রতিষ্ঠানের চুক্তি নামা
  • ব্যাংক স্টেটমেন্ট 

এসএমই  লোন সেবা তথ্যঃ

  • সর্বনিম্ন ৫০ হাজার টাকা
  • সর্বোচ্চ 20 লক্ষ টাকা
  • টেকওভার মাত্র ৮%
  • নতুন লোন ৮.৫০%

ডাচ বাংলা ব্যাংক স্যালারি লোন

ডাচ বাংলা ব্যাংক থেকে স্যালারি লোন নিতে পারবেন যেকোনো চাকরিজীবী। যাদের স্যালারি অ্যাকাউন্ট আছে যে কোন ব্যাংক, উক্ত ব্যাংকের স্টেটমেন্ট ব্যবহার করে স্যালারি লোন নিতে পারবে, ডাচ বাংলা ব্যাংক থেকে। অথবা আপনার যদি ডাচ বাংলা ব্যাংককে কোন স্যালারি একাউন্ট থেকে থাকে তাহলে, উক্ত স্যালারি অ্যাকাউন্ট থেকেও  লোন নিতে পারবে।

ডাচ-বাংলা-ব্যাংক-লোন-আবেদন-করার-নিয়ম

স্যালারি লোন নিয়ে আপনার প্রয়োজন অনুসারে অর্থ ব্যয় করতে পারবেন। তবে সেলারি লোন নিতে চাইলে অবশ্যই আপনার একটি ব্যাংক অ্যাকাউন্ট প্রয়োজন হবে। তাহলে আপনি যদি লোন নিতে ইচ্ছুক হন তাহলে আপনার নিকটস্থ ডাচ বাংলা ব্যাংকের কোন একটি শাখায় গিয়ে লোনের জন্য আবেদন করতে পারেন।

প্রয়োজনীয় ডকুমেন্টস ঃ

  • জাতীয় পরিচয় পত্র 
  • পাসপোর্ট এর ফটোকপি (প্রবাসীদের জন্য প্রযোজ্য)
  • বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানার প্রমাণপত্র
  • ব্যাংক স্টেটমেন্ট
  • চাকরি বিষয়ক কাগজপত্রের তথ্য
 স্যালারি লোন সেবা তথ্যঃ
  • সর্বনিম্ন লোনের পরিমাণ ২ লক্ষ টাকা
  • সর্বোচ্চ ২ কোটি টাকা
  • মেয়াদ ১ থেকে ২৫ বছর
  • সুদের হার ৭.৫০%
  • প্রসেসিং ফি ০.৫%-১%

ডাচ বাংলা ব্যাংক স্টুডেন্ট লোন

ডাচ বাংলা ব্যাংক স্টুডেন্টদের জন্য ভালো একটি পদক্ষেপ নিয়েছে যেটি হল স্টুডেন্ট লোন প্রদান। স্টুডেন্টরা পড়ালেখার খরচ চালাতে সমস্যা হলে স্টুডেন্ট লোন নিতে পারে। কম সুদে ডাচ বাংলা ব্যাংক লোন দিয়ে থাকে। তবে স্টুডেন্টরা স্বল্প পরিমাণ টাকা লোন নিতে পারবে। লোন নিতে ইচ্ছুক একটি স্টুডেন্টকে অবশ্যই ডাচ বাংলা ব্যাংকে একাউন্ট খুলতে।

অ্যাকাউন্ট খোলার পর একজন স্টুডেন্ট লোনের জন্য আবেদন করতে পারবে। স্টুডেন্ট লোন নিতে চাইলে অবশ্যই আপনার শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এবং স্টুডেন্ট আইডি কার্ড সহ বেশ কিছু ডকুমেন্ট জমা দিতে হবে। এছাড়াও পিতা-মাতার কিছু ডকুমেন্টস প্রয়োজন হতে পারে।

প্রয়োজনীয় ডকুমেন্টস ঃ

  • জাতীয় পরিচয় পত্র
  • আবেদনকারী এবং গ্যারান্টার এর পাসপোর্ট সাইজ ছবি
  • শিক্ষার্থীর পাশের সনদপত্র
  • গ্যারান্টারের মাসিক আয় সর্বনিম্ন ৩০ হাজার টাকা হতে হবে
  • শিক্ষার্থীর অভিভাবক অথবা গ্যারান্টারের নামে কোন মামলা আছে কিনা সেই তথ্য।
  • শিক্ষার্থীর প্রশংসাপত্রের ফটোকপি

স্টুডেন্ট লোন সেবা তথ্যঃ

  • সর্বনিম্ন ৫০ হাজার টাকা
  • সর্বোচ্চ ৭ লক্ষ ৫০ হাজার টাকা পর্যন্ত
  • সুদের হার ৯%
  • পরিশোধ সময়সীমা ১২-৬০ মাস পর্যন্ত

ডাচ বাংলা ব্যাংক কার লোন

ডাচ বাংলা ব্যাংক লোন নেয়ার মাধ্যমে আপনি যদি কার কিনতে চান কিংবা ডাচ-বাংলা ব্যাংক থেকে লোন পেতে চান তাহলে, লোনের জন্য আবেদন করতে পারেন। কার কিনে নিজেও ব্যবহার করতে পারে এমনকি ভাড়াও চালাতে পারেন। ব্যবসা করার জন্য এই যে একটা অন্যতম মাধ্যম।

যদি আপনি কার কিনতে ইচ্ছুক হন এবং গাড়িটি আপনার ব্যবসার কাজে লাগাতে চান তাহলে আপনিওডাচ বাংলা ব্যাংক লোন আবেদন করতে পারবেন।ডাচ বাংলা ব্যাংক থেকে কি পরিমাণ টাকা আপনাকে লোন দিবে চলুন একটু জেনে আসি।

প্রয়োজনীয় ডকুমেন্টস ঃ
  • জাতীয় পরিচয় পত্র
  • ব্যাংক স্টেটমেন্ট
  • পাসপোর্ট সাইজের ৪ কপি ছবি
কার লোন সেবা সম্পর্কে তথ্য ঃ
  • সর্বনিম্ন লোনের পরিমাণ ২ লক্ষ টাকা
  • সর্বোচ্চ লোনের পরিমাণ ৪০ লক্ষ টাকা
  • সুদের হার ৮ শতাংশ
  • রি ফাইন্যান্স সুবিধা।(রেজিস্টার্ড গাড়ির পরিবর্তে ঋণ প্রদান)

ডাচ বাংলা ব্যাংকের লোন পরিশোধের নিয়ম

প্রত্যেক গ্রাহককে তার লোনের ভিত্তিতে সমপরিমাণ মাসে কিস্তির মাধ্যমে লোন পরিশোধ করতে হবে। মূলত উপরে উল্লেখিত ডকুমেন্টসগুলো যদি আপনার থাকে তাহলে খুব সহজে আপনি ডাচ-বাংলা ব্যাংক থেকে সেবা নিতে পারবেন।

ডাচ-বাংলা-ব্যাংক-লোন-আবেদন-করার-নিয়ম

এমনকি ডাচ বাংলা ব্যাংক থেকে বিভিন্ন খাতের জন্য লোন প্রদান করা হয়। লোন পাবার পরের মাস থেকে প্রতি প্রতি মাসের ১ থেকে ১০ তারিখের মধ্যে ঋণের টাকার নির্দিষ্ট একটা এমাউন্ট জমা দিতে হবে। তাতে আপনি যে ধরনের লোন গ্রহণ করে থাকেন না কেন প্রত্যেক মাসে আপনাকে তাদের বলে দেওয়া নির্ধারিত অংকের টাকা পরিশোধ করতে হবে।

শেষ কথা ঃ ডাচ বাংলা ব্যাংক লোন আবেদন করার নিয়ম

ডাচ বাংলা ব্যাংক লোন নিতে কি কি ডকুমেন্টস প্রয়োজন, ডাচ-বাংলা ব্যাংক কোন কোন উপায়ে লোন প্রদান করে থাকে এই সম্পর্কিত বেশ কিছু তথ্য আজকের আর্টিকেলে আপনাদের সাথে শেয়ার করলাম। যারা লোন নিতে ইচ্ছুক তারা চাইলে এই তথ্যগুলি অনুসরণ করে ডাচ-বাংলা ব্যাংক থেকে লোন নিতে পারবে।

প্রিয় পাঠক, আপনি যদি আমার আজকের আর্টিকেলটি সম্পূর্ণ করে থাকেন তাহলে, এতক্ষণে বুঝে গেছেন কিভাবে ডাচ বাংলা ব্যাংক থেকে লোন নিতে হয় এবং কি ধরনের লোন তারা প্রদান করে। এমন আরো তথ্য পেতে নিয়মিত আমার ওয়েবসাইটটি ভিজিট করুন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মুন্নি ফিল্যান্সারের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url