ইউরোপের ২৭ টি দেশের তালিকা
ইউরোপের ২৭ টি দেশের তালিকা।বিশ্বের অন্যতম বৈচিত্র্যময় মহাদেশ হলো ইউরোপ। ইউরোপের প্রায় ৫০টির মতো দেশ রয়েছে। ইউরোপের দেশগুলোকে দুইটি ভাগে বিভক্ত করা হয়েছে। ১. সেনজেন ভুক্ত দেশ ২.নন সেনজেন ভুক্ত দেশ।
সাধারণত ইউরোপকে ২৭ টি স্বাধীন দেশের সমন্বয়ে গঠিত বলা হয়ে থাকে। আজকে
আমরা ইউরোপে ২৭ টি দেশের নাম ও তাদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য গুলো নিয়ে আলোচনা
করবো আপনাদের সাথে।
পেজ সূচিপত্র ঃ ইউরোপের ২৭ টি দেশের তালিকা
- ইউরোপের ২৭ টি দেশের নাম
- ইউরোপের দেশ ফ্রান্স এর পরিচিতি
- ইউরোপের দেশ জার্মানি এর পরিচিতি
- ইউরোপের দেশ স্পেনের পরিচিতি
- ইউরোপের দেশ ইতালি এর পরিচয়
- ইউরোপের দেশ যুক্তরাজ্য এর পরিচিতি
- নেদারল্যান্ড এর পরিচিতি
- গ্রীস এর পরিচয়
- বেলজিয়াম এর পরিচিতি
- পর্তুগাল এর পরিচিতি
- সুইডেন এর পরিচিতি
- নরওয়ে এর পরিচিতি
- অষ্ট্রিয়া এর পরিচিতি
- ফিনল্যান্ড এর পরিচিতি
- পোল্যান্ড এর পরিচিতি
- হাঙ্গেরি এর পরিচিতি
- আয়ারল্যান্ড এর পরিচিতি
- আইসল্যান্ড এর পরিচিতি
- সুইজারল্যান্ড এর পরিচিতি
- চেক প্রজাতন্ত্র এর পরিচিতি
- সার্বিয়া এর পরিচিতি
- ক্রোয়েশিয়া এর পরিচিতি
- রোমানিয়া এর পরিচিতি
- স্লোভেনিয়া এর পরিচিতি
- লিথুয়ানিয়া এর পরিচিতি
- ডেনমার্ক এর পরিচিতি
- এস্তোনিয়া এর পরিচিতি
ইউরোপের ২৭ টি দেশের নাম
- ফ্রান্স
- জার্মানি
- স্পেন
- ইতালি
- যুক্তরাজ্য
- নেদারল্যান্ড
- গ্রীস
- বেলজিয়াম
- পর্তুগাল
- সুইডেন
- নরওয়ে
- অস্ট্রেলিয়া
- ফিনল্যান্ড
- পোল্যান্ড
- হাঙ্গেরি
- আয়ারল্যান্ড
- আইসল্যান্ড
- সুইজারল্যান্ড
- চেক প্রজাতন্ত্র
- বুলগেরিয়া
- সার্বিয়া
- ক্রোয়েশিয়া
- রোমানিয়া
- স্লোভেনিয়া
- লিথুয়ানিয়া
- ডেনমার্ক
- এস্তোনিয়া
ইউরোপের দেশ ফ্রান্স এর পরিচিতি
ইউরোপের দেশ জার্মানি এর পরিচিতি
ইউরোপের দেশ স্পেনের পরিচিতি
ইউরোপ মহাদেশের দক্ষিণ-পশ্চিম কোণে অবস্থিত একটি রাষ্ট্র হল স্পেন। এটিও
উপদ্বীপের প্রায় ৮৫% অঞ্চল জুড়ে অবস্থিত। রাশিয়া, ইউক্রেন ও ফ্রান্সের পরে
স্পেন ইউরোপে চতুর্থ বৃহত্তম এবং দক্ষিণ ইউরোপের বৃহত্তম দেশ। স্পেনের সরকারি
ভাষা হল স্পেনীয়। স্পেনের নাগরিকরা বেশিরভাগ খ্রিস্ট ধর্ম পালন করে থাকে, আর
কিছু ইহুদি, বৌদ্ধ , ও হিন্দু ধর্ম পালন করে।
রাজধানী ঃ স্পেনের রাজধানীর নাম হল মাদ্রিদ।
মুদ্রা ঃ স্পেনের মুদ্রা হল ইউরো।
জনসংখ্যাঃ স্পেনের জনসংখ্যা হল ৪৬.৭ মিলিয়ন
সেনজেন ভুক্ত ঃ স্পেন ১৯৯১ সালের ২৫ জুন সেনজেন চুক্তিতে
স্বাক্ষরিত হয়।
ইউরোপের দেশ ইতালি এর পরিচয়
বর্তমানে ইতালি একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পরিচিত। মানব উন্নয়ন সূচকে ইতালিকে বিশ্বে ২৩ তম উন্নত দেশ হিসেবে গণ্য করা হয়। ইতালির উত্তর সীমান্তে রয়েছে ফ্রান্স, সুইজারল্যান্ড , অস্ট্রিয়া ও স্লোভেনিয়া এবং দক্ষিণে ইতালীয় উপদ্বীপ, ভূমধ্যসাগর সংলগ্ন দুই দ্বীপ সিসিলি ও সারদিনিয়াসহ আরো কয়েকটি ছোট দ্বীপ রয়েছে। ইতালির বেশিরভাগ জনগণ খ্রিস্টধর্মে বিশ্বাসী।
রাজধানী ঃ ইতালির রাজধানী হলো রোম।
মুদ্রা ঃ ইতালির মুদ্রা হলো ইউরো।
জনসংখ্যাঃ ইতালির জনসংখ্যা হল প্রায় ৫৮.৯ মিলিয়ন।
সেনজেন ভুক্ত ঃ ইতালি ১৯৯০ সালের ২৭ নভেম্বর সেনজেন চুক্তি স্বাক্ষরিত হয়।
ইউরোপের দেশ যুক্তরাজ্য এর পরিচিতি
রাজধানী ঃ যুক্তরাজ্যের রাজধানীর নাম হলো লন্ডন।
মুদ্রা ঃ যুক্তরাজ্যের মুদ্রা হল পাউন্ড।
জনসংখ্যা ঃ জনসংখ্যা প্রায় ৬৮.৩৫ মিলিয়ন।
সেনজেন ভুক্ত ঃ ১৪ই জুন ১৯৮৫ সালে যুক্তরাজ্য সেনজেন চুক্তি স্বাক্ষরিত হয়।
নেদারল্যান্ড এর পরিচিতি
রাজধানী ঃ নেদারল্যান্ডের রাজধানীর নাম হলো আমস্টারডাম।
মুদ্রা ঃ নেদারল্যান্ডের মুদ্রা হলো ইউরো
জনসংখ্যাঃ নেদারল্যান্ডের জনসংখ্যা প্রায় ১৭.৮৮ মিলিয়ন।
সেনজেন ভুক্ত ঃ ১৯৮৫ সালের ১৪ই জুন সেনজন ২৪ স্বাক্ষরিত হয়।
গ্রীস এর পরিচয়
ইউরোপ মহাদেশের দক্ষিণ-পূর্ব অংশের একটি রাষ্ট্র যা বলকান উপদ্বীপের একেবারে দক্ষিণ প্রান্তে অবস্থিত গ্রিস। এর সীমান্তবর্তী রাষ্ট্রগুলো হচ্ছে উত্তরে বুলগেরিয়া , উত্তর মেসিডোনিয়া এবং আলবেনিইয়া , পূর্বে তুরস্ক। গ্রীসের নাগরিকরা খ্রিস্টধর্ম পালন করে থাকে।
রাজধানী ঃ গ্রীসের রাজধানীর নাম হল এথেন্স।
মুদ্রা ঃগ্রীসের মুদ্রার নাম হলো ইউরো।
জনসংখ্যাঃ গ্রীসের জনসংখ্যা হল প্রায় ১০.৩৬ মিলিয়ন।
সেনজেন ভুক্ত ঃ ১৯৯২ সালের ৬ নভেম্বর গ্রিস সেনজন চুক্তিতে স্বাক্ষরিত হয়।
বেলজিয়াম এর পরিচিতি
বেলজিয়াম উত্তর-পশ্চিম ইউরোপের একটি দেশ। এটি ইউরোপের ক্ষুদ্রতম ও সবচেয়ে
ঘনবসতিপূর্ণ দেশগুলির মধ্যে একটি। বেলজিয়াম একটি সাংবিধানিক রাজতন্ত্র।
বেলজিয়ামের প্রধান দুটি ভাষা রয়েছে যেমন; ফ্রেমিস ও ফরাসি। বেলজিয়ামে
খ্রিস্টান ধর্ম পালন করে ৪৯% লোক , এবং ক্যাথলিক ধর্ম পালন করে ৪৪% লোক।
রাজধানী ঃ বেলজিয়ামের রাজধানী হলো ব্রাসেলস।
মুদ্রা ঃ বেলজিয়ামের মুদ্রার নাম হলো ইউরো।
জনসংখ্যাঃ বেলজিয়ামের জনসংখ্যা প্রায় ১১.৮২ মিলিয়ন।
সেনজেন ভুক্ত ঃ বেলজিয়াম ১৪ই জুন ১৯৮৫ সালের সেনজন চুক্তিতে স্বাক্ষরিত হয়।
পর্তুগাল এর পরিচিতি
রাজধানী ঃ পর্তুগালের রাজধানী হলো লিসবন।
মুদ্রা ঃ মুদ্রা হলো ইউরো।
জনসংখ্যাঃ পর্তুগালের জনসংখ্যা প্রায় ১০.৫৩ মিলিয়ন।
সেনজেন ভুক্ত ঃ পর্তুগাল ১৯৯১ সালের ২৫ শে জুন সেনজন চুক্তিতে স্বাক্ষরিত হয়।
সুইডেন এর পরিচিতি
রাজধানী ঃ সুইডেনের রাজধানী হলো স্টক হোম।
মুদ্রা ঃ সুইডেনের মুদ্রা হলো ক্রোনা।
জনসংখ্যাঃ সুইডেনের জনসংখ্যা প্রায় ১০.৫৪ মিলিয়ন।
সেনজেন ভুক্ত ঃ ১৯৯৬ সালের ৯ই ডিসেম্বর সুইডেন চুক্তিতে স্বাক্ষরিত হয়।
নরওয়ে এর পরিচিতি
রাজধানী ঃ নরওয়ের রাজধানী হলো অসলো (Oslo)
মুদ্রা ঃ নরওয়ের মুদ্রার নাম হলো ক্রোন।
জনসংখ্যাঃ নরওয়ের জনসংখ্যা হলো ৫.৫২ মিলিয়ন।
সেনজেন ভুক্ত ঃ নরওয়ে ১৯৯৬ সালের ১৯ সে ডিসেম্বর সেনজেন চুক্তিতে স্বাক্ষরিত হয়।তারপর দ্বিতীয় বার ১৮ ই মে ১৯৯৯ সালে সেনজেন চুক্তিতে স্বাক্ষরিত হয়।
অষ্ট্রিয়া এর পরিচিতি
রাজধানী ঃ অষ্ট্রিয়ার রাজধানী হলো ভিয়েনা।
মুদ্রা ঃ মুদ্রা হলো ইউরো।
জনসংখ্যাঃ অষ্ট্রিয়ার জনসংখ্যা ৯.১৩২ মিলিয়ন।
সেনজেন ভুক্ত ঃ ২৮ শে এপ্রিল ১৯৯৫ সালে সেনজেন চুক্তিতে স্বাক্ষরিত হয়।
ফিনল্যান্ড এর পরিচিতি
মুদ্রা ঃ ফিনল্যান্ড এর মুদ্রার নাম হলো ইউরো।
জনসংখ্যাঃ ফিনল্যান্ড এর জনসংখ্যা হলো ৫.৫ মিলিয়ন।
সেনজেন ভুক্ত ঃ ১৯ ডিসেম্বার ১৯৯৬ সালে সেনজেন চুক্তিতে স্বাক্ষরিত হয়।
পোল্যান্ড এর পরিচিতি
রাজধানী ঃ পোল্যান্ড এর রাজধানী হলো ওয়ারশ (Warsaw)
মুদ্রা ঃ জোলটি হলো পোল্যান্ড এর মুদ্রা।
জনসংখ্যাঃ পোল্যান্ড এর জনসংখ্যা হলো ৩৬.৬৯ মিলিয়ন।
সেনজেন ভুক্ত ঃ এটি ১৬ই এপ্রিল ২০০৩ সালে সেনজেন চুক্তিতে স্বাক্ষরিত হয়।
হাঙ্গেরি এর পরিচিতি
রাজধানী ঃ হাঙ্গেরির রাজধানী হলো বুদাপেস্ট।
মুদ্রা ঃ হাঙ্গেরির মুদ্রার নাম ফরিন্ট (Forint)
জনসংখ্যাঃ হাঙ্গেরিতে ৯.৬ মিলিয়ন জনসংখ্যা রয়ছে।
সেনজেন ভুক্ত ঃ.১৬ই এপ্রিল ২০০৩ সালে হাঙ্গেরি শেনজেন চুক্তিতে স্বাক্ষরিত হয়।
আয়ারল্যান্ড এর পরিচিতি
রাজধানী ঃ আয়ারল্যান্ড এর রাজধানী হলো ডাবলিন (Dublin)
মুদ্রা ঃ আয়ারল্যান্ড এর মুদ্রা হলো ইউরো।
জনসংখ্যাঃ আয়ারল্যান্ড এর জনসংখ্যা হলো ৫.২৬২ মিলিয়ন।
সেনজেন ভুক্ত ঃ ১৪ জুন ১৯৮৫ সালে আয়ারল্যান্ড সেনজেন চুক্তি স্বাক্ষরিত হয়।
আইসল্যান্ড এর পরিচিতি
রাজধানী ঃ আইসল্যান্ড এর রাজধানী হলো রেইকিয়াভিক (Reykjavik)
মুদ্রা ঃ আইসল্যান্ড এর মুদ্রা হলো ক্রোনা ।
জনসংখ্যাঃ ৩৯৩,৬০০ মিলিয়ন।
সেনজেন ভুক্ত ঃ আইসল্যান্ড ১৮ মে ১৯৯৯ সালে সেনজেন চুক্তিতে স্বাক্ষরিত হয়।
সুইজারল্যান্ড এর পরিচিতি
রাজধানী ঃ সুইজারল্যান্ড এর রাজধানী হলো বার্ন।
মুদ্রা ঃ মুদ্রার নাম সুইস ফ্রাক বা ফ্রা (Swiss Franc)
জনসংখ্যাঃ সুইজারল্যান্ডের জনসংখ্যা প্রায় ৮.৮৫ মিলিয়ন।
সেনজেন ভুক্ত ঃ সুইজারল্যান্ড ২৭ শে অক্টোবর ২০০৪ সালে সেনজেন চুক্তিতে স্বাক্ষর করে।
চেক প্রজাতন্ত্র এর পরিচিতি
মুদ্রা ঃ চেক কোরুণা হল চেক প্রজাতন্ত্রের সরকারি মুদ্রার নাম।
জনসংখ্যাঃ চেক প্রজাতন্ত্রের জনসংখ্যা প্রায় ১০.৮৭ মিলিয়ন।
সেনজেন ভুক্ত ঃ ২০০৪ সালের ১ মে চেক প্রজাতন্ত্র সেনজন ভুক্ত তালিকায় স্বাক্ষরিত হয়।
বুলগেরিয়া এর পরিচিতি
রাজধানী ঃ বুলগেরিয়ার রাজধানী হলো সোফিয়া।
মুদ্রা ঃ বুলগেরিয়ার মুদ্রার নাম হল বুলগেরিয়ান লেভ।
জনসংখ্যাঃ বুলগেরিয়ার জনসংখ্যা প্রায় ৬.৭ মিলিয়ন।
সেনজেন ভুক্ত ঃ রোমানিয়া ও বুলগেরিয়া একসাথেই সেনজনভুক্ত চুক্তিবদ্ধ হয় ২০২৪ সালের ৩১ শে মার্চ।
সার্বিয়া এর পরিচিতি
রাজধানী ঃ সার্বিয়ার রাজধানী হলো বেলগ্রেড (Belgrade)।
মুদ্রা ঃ সার্বিয়ার মুদ্রার নাম হলো সার্বিয়ান দিনার।
জনসংখ্যাঃ সার্বিয়ার জনসংখ্যা প্রায় ৬.৭ মিলিয়ন।
সেনজেন ভুক্ত ঃ২২ ডিসেম্বর ২০০৯ সালে সার্বিয়া সেনজেনভুক্ত হয়।
ক্রোয়েশিয়া এর পরিচিতি
রাজধানী ঃ ক্রোয়েশিয়ার রাজধানী হলো জাগরেব।
মুদ্রা ঃ ক্রোয়েশিয়ার মুদ্রার নাম হলো কুনা।
জনসংখ্যাঃ ক্রোয়েশিয়ার জনসংখ্যা প্রায় ৪ মিলিয়নেরও বেশি।
সেনজেন ভুক্ত ঃ ক্রোয়েশিয়া ১ জানুয়ারি ২০২৩ সালে সেনজেন চুক্তিতে স্বাক্ষরিত হয়।
রোমানিয়া এর পরিচিতি
রাজধানী ঃ রোমানিয়ার রাজধানী হল বুখারেস্ট।
মুদ্রা ঃ রোমানিয়ার মুদ্রার নাম হল রোমানিয়ান লিউ।
জনসংখ্যাঃ রোমানিয়াতে প্রায় ১৯.০৬ মিলিয়ন মানুষ বসবাস করে।
সেনজেন ভুক্ত ঃ ২০২৪ সালের ৩১ শে মার্চ রোমানিয়া সেনজেন ভুক্ত হয়।
স্লোভেনিয়া এর পরিচিতি
রাজধানী ঃ স্লোভেনিয়ার রাজধানী হলো লিউব্লিয়ানা।
মুদ্রা ঃ স্লোভেনিয়ার মুদ্রার নাম হলো ইউরো।
জনসংখ্যাঃ স্লোভেনিয়াতে প্রায় ২. ১২১ মিলিয়ন মানুষ রয়েছে।
সেনজেন ভুক্ত ঃ স্লোভেনিয়া ১৬ এপ্রিল ২০২৩ সালে সেনজেন চুক্তিতে স্বাক্ষর করে।
লিথুয়ানিয়া এর পরিচিতি
রাজধানী ঃ লিথুয়ানিয়ার রাজধানী হলো ভিলনিয়াস (Vilnius)
মুদ্রা ঃ লিথুয়ানিয়ার মুদ্রার নাম বর্তমানে ইউরো।
জনসংখ্যাঃ লিথুয়ানিয়ার জনসংখ্যা ২.৮০১ মিলিয়ন।
সেনজেন ভুক্ত ঃ ২০২৩ সালের ১৬ এপ্রিল সেনজেন চুক্তিতে স্বাক্ষরিত হয়।
ডেনমার্ক এর পরিচিতি
রাজধানী ঃ ডেনমার্কের রাজধানীর নাম হলো কোপেন হেগেন।
মুদ্রা ঃ ডেনমার্কের মুদ্রা হল ক্রোনা।
জনসংখ্যাঃ ডেনমার্কের প্রায় ৫.৮ মিলিয়ন মানুষ বসবাস করে।
সেনজেন ভুক্ত ঃ ১৯৯৬ সালের ১৯শে ডিসেম্বর ডেনমার্ক সেনজেন চুক্তিতে স্বাক্ষরিত হয়।
এস্তোনিয়া এর পরিচিতি
রাজধানী ঃ এস্তোনিয়ার রাজধানী হলো তালিন।
মুদ্রা ঃ এস্তোনিয়ার মুদ্রা হলো ইউরো।
জনসংখ্যাঃ এস্তোনিয়ায় প্রায় ১.৩ মিলিয়ন মানুষ বসবাস করে।
সেনজেন ভুক্ত ঃ এস্তোনিয়া সরকার ১৬ এপ্রিল ২০০৩ সালে সেনজন চুক্তি স্বাক্ষর করে।
শেষ কথা ঃ ইউরোপের ২৭ টি দেশের তালিকা
ইউরোপের ২৭ টি দেশের তালিকা অনেকেই জানতে চেয়েছিলেন, যদিও বর্তমানে সেনজেনভুক্ত ২৮
টি দেশ রয়েছে। ইউরোপের ২৭ টি দেশ বলতে সাধারণত সেনজেনভুক্ত দেশগুলোকে বুঝায়।
প্রতিটি দেশই তার নিজস্ব বৈশিষ্ট্য এবং আকর্ষণীয় স্থান নিয়ে পরিচিত।
বর্তমানে ইউরোপে বাংলাদেশের লক্ষ লক্ষ অবস্থান করছে।
প্রিয় পাঠক আশা করি আজকের আর্টিকেলটি আপনি সম্পূর্ণ করেছেন। আর যদি সম্পূর্ণ
আর্টিকেলটি পড়ে থাকেন তাহলে এতক্ষণে নিশ্চয়ই জেনে গেছেন ইউরোপের ২৭ টি দেশের
নাম সহ বিস্তারিত। এর পরও যদি আপনার কোন কিছু জানার থাকে বা কিছু প্রশ্ন করা থাকে
তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন।
মুন্নি ফিল্যান্সারের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url