ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার ৭০টি প্রশ্ন উত্তর ২০২৫
ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার ৭০টি প্রশ্ন উত্তর ২০২৫। আপনাদের জন্য ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আমার আজকের আর্টিকেল। ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার প্রস্তুতির জন্য কিছু প্রয়োজনীয় প্রশ্ন ও উত্তর সম্পর্কে জেনে থাকা খুবই দরকার।
এই প্রশ্নোত্তর আপনাকে পরীক্ষায় ভালো ফলাফল এনে দিতে সাহায্য করবে। আপনি যদি ড্রাইভিং লাইসেন্স এর জন্য পরীক্ষা দিতে চান তাহলে আমার আজকের আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
পেজ সূচিপত্র ঃ ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার ৭০টি প্রশ্ন উত্তর ২০২৫
- ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার প্রশ্ন উত্তর
- ৭০টি ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার প্রশ্ন উত্তর
- ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার সড়ক আইন সম্পর্কিত প্রশ্ন
- ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার সড়ক চিহ্ন সম্পর্কিত প্রশ্ন
- ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার ট্রাফিক সাইন সম্পর্কিত প্রশ্ন
- ড্রাইভিং লাইসেন্স পরীক্ষাতে সাধারণ প্রশ্ন
- ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার নিরাপত্তা নির্দেশিকা বিষয়ক প্রশ্ন
- পরীক্ষার প্রস্তুতির জন্য কি কি বই পড়বেন
- ড্রাইভিং লাইসেন্সের মৌখিক পরীক্ষা
- ড্রাইভিং লাইসেন্সের মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার উপায়
- পরীক্ষায় সঠিক উত্তর প্রদান করার কৌশল
- আমাদের শেষ কথা ঃ ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার ৭০টি প্রশ্ন উত্তর ২০২৫
ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার প্রশ্ন উত্তর
আপনি কি ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার প্রশ্ন উত্তর নিয়ে চিন্তিত ? হয়তো ভাবছেন
ড্রাইভিং পরীক্ষায় কি প্রশ্ন আসতে পারে, কোথা থেকে প্রশ্ন আসতে পারে এইসব
ব্যাপারে। আপনার এই ভাবনার অবসান ঘটাতে আমার আজকের আর্টিকেলটি মনোযোগ সহকারে
পড়ুন। ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার প্রশ্ন উত্তর সম্পর্কে জানা থাকলে আপনার
প্রস্তুতি নিতে সহজ হবে এবং পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবেন।
লাইসেন্স পরীক্ষায় সাধারণত চারটি ভাগে প্রশ্ন থাকে, যেমন;.সড়ক আইন, সড়ক চিহ্ন,
ট্রাফিক সাইন, সাধারণ প্রশ্ন। সাধারণত এই চারটি সেক্টরে ড্রাইভিং লাইসেন্সের
পরীক্ষা নেওয়া হয়। প্রতিটি অংশের জন্য আপনাকে আলাদা আলাদা ভাবে প্রস্তুতি গ্রহণ
করতে হবে। এই চারটি সেক্টরে কি ধরনের প্রশ্ন আসে সে সম্পর্কে একটু ধারণা নিই
চলুন।
সড়ক আইন ঃ সড়ক আইন সম্পর্কে যে সকল প্রশ্নগুলো হয়ে থাকে সেগুলো নিম্নরূপ; যেমন; "পথচারীদের জন্য কিভাবে নিরাপদ পদ্ধতি অবলম্বন করতে হয় ?", বা "বিভিন্ন সড়ক পরিস্থিতিতে সঠিক ব্যবস্থা কি নিতে হবে"?, প্রশ্নের চাহিদা অনুযায়ী উত্তরে আপনাকে সড়ক আইন অনুযায়ী সঠিক ব্যবস্থা বর্ণনা করতে হবে।
সড়ক চিহ্ন ঃ সড়ক চিহ্নের প্রশ্নে যে সব প্রশ্ন আসে, যেমন; "একটি স্থায়ী সড়ক চিহ্নের উদ্দেশ্য কি ?" বা "যতোটুকু সড়ক চিহ্ন প্রয়োজন তা কিভাবে বুঝবেন ?" এমন প্রশ্নের উত্তর সাধারণত সড়ক চিহ্নের কার্যকারিতা ও উপকারিতা সম্পর্কে হওয়া উচিত।
ট্রাফিক সাইন ঃ ট্রাফিক সাইন সম্পর্কিত প্রশ্নের মধ্যে
থাকতে পারে যেমন; "অথেন্টিক ট্রাফিক সাইন গুলো কিভাবে চেনা যায় ?" বা "সঠিক সাইন
বুঝে কিভাবে গাড়ি চালানো উচিত ?"। এসব প্রশ্নের উত্তরের ট্রাফিক ফাইন গুলোর
উদ্দেশ্য এবং তা অনুসরণ করার নিয়ম গুলো বর্ণনা করতে হবে।
সাধারণ প্রশ্ন ঃ এখানে সাধারণ প্রশ্ন বলতে বুঝায় সাধারণ জ্ঞান
থেকে কিছু প্রশ্ন আসবে। যেমন; "সড়ক দুর্ঘটনা এড়ানোর জন্য কি কি পদক্ষেপ নেওয়া উচিত ?" অথবা মেশিনের নিয়মিত রক্ষণাবেক্ষণ কেন গুরুত্বপূর্ণ ?" সাধারণ প্রশ্নের মধ্যে মূলত এই ধরনের প্রশ্ন আসতে পারে।
৭০টি ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার প্রশ্ন উত্তর
প্রিয় পাঠক, আপনি যদি ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দিবার জন্য প্রস্তুতি নিতে চান
তাহলে নিম্নে আলোচিত প্রশ্নোত্তর গুলি পড়তে পারেন। এ সকল প্রশ্ন নতুন
পুরাতন যাচাই বাছাই করে আপনার জন্য নেওয়া হয়েছে। পরীক্ষায় ভালো ফলাফলের জন্য
এই প্রশ্নোত্তর গুলি আপনাকে সাহায্য করবে। তাহলে চলুন ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার
প্রশ্ন উত্তর সম্পর্কে বিস্তারিত জানি।
উত্তর : এমন যানবাহন যা সড়ক মহাসড়ক বা জনসাধারণের পরিবহনের জন্য ব্যবহৃত হয়।
২. প্রশ্ন ঃ সড়ক দুর্ঘটনার প্রধান কারণ কি কি ?
উত্তর ঃ সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হলো, অতিরিক্ত গতি, অনুমোদিত ওভারটেকিং, চালকের অসতর্কতা, ট্রাফিক আইন অমান্য করা।
৩. প্রশ্ন ঃ ট্রাফিক সিগন্যাল লাল বাতিল অর্থ কি ?
উত্তর ঃ লাল বাতি মানে থামতে হবে। এটি চালকদের বিপদজনক এলাকা এড়িয়ে চলার জন্য সংকেত দেয়।
৪. প্রশ্ন ঃ রাস্তা পারাপারের সময় কি করতে হবে ?
উত্তর ঃ রাস্তা পারাপারের সময় রাস্তা দুইপাশে দেখে নিতে হবে এবং সঠিক জায়গা দিয়ে পার হতে হবে।
৫. প্রশ্ন ঃ সিগন্যালের লাল আলো জ্বলে কি করতে হবে ?
উত্তর ঃ সিগন্যালের লাল আলো চললে গাড়ি থামাতে হবে।
৬. প্রশ্ন ঃ হর্ন ব্যবহার করার নিয়ম কি ?
উত্তর ঃ হর্ন ব্যবহার শুধু মাত্র প্রয়োজনীয় পরিস্থিতিতে এবং বিশেষ করে সংকটপূর্ণ জায়গায় ব্যবহার করা উচিত।
৭. প্রশ্ন ঃ কোন পরিস্থিতিতে বিপরীত দিকে গাড়ি চালানো বিপদজনক ?
উত্তর ঃ বিপরীত দিক থেকে গাড়ি চলাচলের ক্ষেত্রে ওভারটেকিং করার সময় বিপদজনক হতে পারে।
৮. প্রশ্ন ঃ ওভারটেক করার নিয়ম কি ?
উত্তর ঃ ওভারটেক করার নিয়ম হলো,সিগন্যাল দিয়ে ওভারটেক করতে হবে, ডান পাশ দিয়ে ওভারটেক করতে হবে, রাস্তা ফাঁকা থাকলে ওভারটেক করা নিষিদ্ধ।
৯. প্রশ্ন ঃ জেব্রা ক্রসিং এর উদ্দেশ্য কি ?
উত্তর ঃ জেব্রা ক্রসিং পথচারীদের রাস্তা পারাপারের জন্য নির্ধারিত এলাকা। চালকদের সেখানে গাড়ি থামিয়ে পথচারীদের পার হতে দিতে হবে।
১০. প্রশ্ন ঃ ড্রাইভিং লাইসেন্স পাওয়ার বয়স কত ?
উত্তর ঃ ড্রাইভিং লাইসেন্স পাওয়ার বয়স হলো, অপেশাদার লাইসেন্স এর জন্য নূন্যতম ১৮ বছর। আর পেশাদার লাইসেন্সের জন্য নূন্যতম ২১ বছর।
১১. প্রশ্ন ঃ ট্রাফিক সিগন্যাল হলুদ বাতিল অর্থ কি ?
উত্তর ঃ হলুদ বাতি মানে সতর্ক থাকতে হবে। এটি লাল বা সবুজ সংকেতের আগমনের পূর্বাভাস দেয়।
১২. প্রশ্ন ঃ ট্রাফিক সাইন গুলো কি কাজ করে ?
উত্তর ঃ ট্রাফিক সাইন গুলো সড়ক নিরাপত্তা ও নিয়মাবলী সম্পর্কে তথ্য দেয় এবং চালকদের নির্দেশনা দেয়।
১৩. প্রশ্ন ঃ কোন অবস্থায় পার্কিং করা নিষেধ ?
উত্তর ঃ পার্কিং করার ক্ষেত্রে রাস্তা ব্লক হলে, আগুনের হাইড্রেন্টের সামনে অথবা বিশেষভাবে নিষেধিত এলাকায় পার্কিং করা নিষেধ।
১৪. প্রশ্ন ঃ গাড়ির গতি কত হওয়া উচিত শহরের মধ্যে ?
উত্তর ঃ শহরের মধ্যে সাধারণত গতিসীমা ৩০- ৫০ কিমি/ ঘন্টা।
১৫. প্রশ্ন ঃ রাতে গাড়ি চালানোর সময় কি সতর্কতা অবলম্বন করতে হবে ?
উত্তর ঃ রাতে গাড়ি চালানোর সময় হেডলাইটের আলোর সঠিকভাবে সেট করতে হবে এবং রাস্তা দিক চিনতে হবে।
১৬. প্রশ্ন ঃ সড়কের সঠিক লেন কি ?
উত্তর ঃ সড়কের নির্দিষ্ট লেন অনুসরণ করে চলাচল করা হল সঠিক লেন।
১৭. প্রশ্ন ঃ অন্য গাড়ির সংকেত বুঝতে হলে কি করতে হবে ?
উত্তর ঃ অন্য গাড়ির সংকেত গুলো বুঝতে হলে সিগন্যাল গুলো পর্যবেক্ষণ করতে হবে।
১৮. প্রশ্ন ঃ সড়ক আইনের লংঘন করলে কি শাস্তি হতে পারে ?
উত্তর ঃ সড়ক আইনে লঙ্ঘনের জন্য জরিমানা, কারাদণ্ড বা ড্রাইভিং লাইসেন্স স্থগিত হতে পারে।
১৯. প্রশ্ন ঃ গাড়ির বেল্ট কেন পড়তে হয় ?
উত্তর ঃ গাড়ির বেল্ট নিরাপত্তার জন্য পড়তে হয় যাতে দুর্ঘটনার সময় সুরক্ষা নিশ্চিত হয়।
২০. প্রশ্ন ঃ রোড মার্কিং এর গুরুত্ব কি ?
উত্তর ঃ রোড মার্কিং চালকদের সড়কে সঠিকভাবে গাড়ি চালাতে নির্দেশনা দেয়। এটি দুর্ঘটনা এড়াতে সহায়তা করে।
২১. প্রশ্ন ঃ পাকা রাস্তার গতিসীমা কত ?
উত্তর ঃ পাকা রাস্তায় যাত্রীবাহী গাড়ির জন্য সর্বোচ্চ গতি প্রতি ঘন্টায় ৮০ কিমি । পণ্যবাহী গাড়ির জন্য সর্বোচ্চ গতি ৬০ কিমি।
২২. প্রশ্ন ঃ গাড়ি চালানোর আগে কোন বিষয়গুলো পরীক্ষা করে নিতে হবে ?
উত্তর ঃ ইঞ্জিন অয়েল এবং ফুয়েল এর পরিমাণ যথার্থ আছে কিনা, টায়ারের বাতাসের চাপ এবং অবস্থান ঠিক আছে কিনা, ব্রেক এবং হেডলাইট ঠিকমত কাজ করছে কিনা।
২৩. প্রশ্ন ঃ পেছনের দিকে গাড়ি চালানোর সময় কি করনীয় ?
উত্তর ঃ পেছনের দিকে গাড়ি চালানোর সময় আয়না ব্যবহার করা সতর্কভাবে দেখতে হয়।
২৪. প্রশ্ন ঃ গাড়ির আইনা কেমন অবস্থায় থাকা উচিত ?
উত্তর ঃ গাড়ির আয়না পরিষ্কার ও সঠিকভাবে অবস্থান করা উচিত যাতে সঠিক দৃশ্যমানতা থাকে।
২৫. প্রশ্ন ঃ সঠিক ড্রাইভিং লাইসেন্সের গুরুত্ব কি ?
উত্তর ঃ সঠিক ড্রাইভিং লাইসেন্স নিয়মিতভাবে সড়কে চলাচলের অধিকার নিশ্চিত করে।
২৬. প্রশ্ন ঃ গাড়ির লাইসেন্স ও কাগজপত্র কেমন রাখা উচিত ?
উত্তর ঃ গাড়ির লাইসেন্স ও কাগজপত্র সদা হালনাগাদ এবং গাড়ির সাথে রাখা উচিত।
২৭. প্রশ্ন ঃ সড়ক দুর্ঘটনার পর কি করতে হবে ?
উত্তর ঃ সড়ক দুর্ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং যথাযথ কর্তৃপক্ষকে জানাতে হবে।
২৮. প্রশ্ন ঃ রাস্তা পারাপার করার সময় ফুটপাত ব্যবহার করা কেন গুরুত্বপূর্ণ ?
উত্তর ঃ রাস্তা পারাপারের সময় ফুটপাত ব্যবহার করা গুরুত্বপূর্ণ কারণ এটি পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করে।
২৯. প্রশ্ন ঃ ড্রাইভিং লাইসেন্স আবেদন করার জন্য কি কি কাগজপত্র প্রয়োজন ?
উত্তর ঃ ড্রাইভিং লাইসেন্স আবেদন করার জন্য পরিচয় পত্র, বাড়ির ট্যাক্স এর কাগজ, বয়সের প্রমাণ প্রয়োজন।
৩০. প্রশ্ন ঃ রাস্তায় মোবাইল ফোন ব্যবহার করা কি আইনসঙ্গত ?
উত্তর ঃ না, গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করা নিষিদ্ধ। এটি চালকের মনোযোগ কমায় এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়।
৩১. প্রশ্ন ঃ ট্রাফিক সিগন্যাল সবুজ বাতির অর্থ কি ?
উত্তর ঃ ট্রাফিক সিগন্যাল সবুজ বাতিল অর্থ হলো, সবুজ বাতি মানে গাড়ি চালানো বা এগিয়ে যাওয়ার অনুমতি। তবে অন্যদিকে কোন প্রতিবন্ধকতা থাকলে সতর্ক থাকতে হবে।
৩২. প্রশ্ন ঃ স্পিড ব্রেকার কেন তৈরি করা হয় ?
উত্তর ঃ স্পিড ব্রেকার গাড়ির গতি কমাতে এবং চড়কে নিরাপত্তা নিশ্চিত করতে তৈরি করা হয়। এটি সাধারণত স্কুল, হাসপাতাল এবং আবাসিক এলাকার কাছে থাকে।
৩৩. প্রশ্ন ঃ রাতের বেলা গাড়ি চালানোর সময় কি কি সর্তকতা অবলম্বন করতে হবে ?
উত্তর ঃ রাতের বেলা গাড়ি চালানোর সময় হেডলাইট ব্যবহার করতে হবে। গতির নিয়ন্ত্রণ রাখতে হবে। রাস্তার নির্দেশিকা এবং সাইনগুলো মনোযোগ দিয়ে দেখতে হবে।
৩৪. প্রশ্ন ঃ গাড়ির ফিটনেস সার্টিফিকেট কি ?
উত্তর ঃ ফিটনেস সার্টিফিকেট নিশ্চিত করে যে গাড়িটি নিরাপদ এবং রাস্তায় চলাচলের জন্য উপযোগী।
৩৫. প্রশ্ন ঃ ক্লান্তি অনুভব করলে গাড়ি চালানো উচিত কি ?
উত্তর ঃ না, ক্লান্ত অবস্থায় গাড়ি চালানো উচিত নয়। বিশ্রাম নেওয়ার পর পুনরায় গাড়ি চালানো উচিত।
৩৬. প্রশ্ন ঃ গাড়ির ইন্সুরেন্স কেন বাধ্যতামূলক ?
উত্তর ঃ গাড়ির ইন্সুরেন্স দুর্ঘটনার ক্ষেত্রে ক্ষতিপূরণ নিশ্চিত করে। এটি তৃতীয় পক্ষের ক্ষতি ও কাভার করে।
৩৭. প্রশ্ন ঃ ওভারলোড গাড়ি চালানো কেন বিপদজনক ?
উত্তর ঃ ওভারলোড গাড়ি সড়কের ক্ষতি করে এবং দুর্ঘটনা ঝুঁকি বাড়ায়।
৩৮. প্রশ্ন ঃ জ্বালানি ফুরিয়ে গেলে কি করতে হবে ?
উত্তর ঃ গাড়ি থামিয়ে নিকটস্থ পাম্প থেকে জ্বালানি সংগ্রহ করতে হবে। অন্য চালকদের নিরাপত্তার জন্য সতর্ক সংকেত দিতে হবে।
৩৯. প্রশ্ন ঃ গাড়ি চালানোর সময় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার কি ব্যবস্থা নেওয়া উচিত ?
উত্তর ঃ যাত্রীদের পড়ানো এবং গাড়ির সিট ঠিকভাবে বসানো উচিত।
৪০. প্রশ্ন ঃ গাড়ি চালানোর সময় কিভাবে মনোযোগ বজায় রাখবেন ?
উত্তর ঃ গাড়ি চালানোর সময় রাস্তা, সিগন্যাল ও অন্য গাড়ির সম্পর্কে মনোযোগ দিতে হবে এবং অবহেলা করা উচিত নয়।
৪১. প্রশ্ন ঃ সড়কে ট্রাফিক সাইন মিস হলে কি করতে হবে?
উত্তর ঃ সড়কের ট্রাফিক সাইন্স হলে রাস্তার নিয়মাবলী ও নিরাপত্তা সম্পর্কে সচেতন থাকতে হবে।
৪২. প্রশ্ন ঃ রাতে গাড়ি চালানোর সময় কেমন লাইভ ব্যবহার করা উচিত ?
উত্তর ঃ রাতে গাড়ি চালানোর সময় ডিপ হেডলাইট ব্যবহার করা উচিত।
৪৩. প্রশ্ন ঃ গাড়ির সিগন্যাল ব্যবহারের গুরুত্ব কি ?
উত্তর ঃ গাড়ির সিগনাল ব্যবহারের মাধ্যমে অন্যান্য চালক ও পথচারীদের সতর্ক করা হয়।
৪৪. প্রশ্ন ঃ গাড়ির সঠিক টায়ার চাপ কিভাবে পরীক্ষা করবেন ?
উত্তর ঃ গাড়ির সঠিক টায়ার চাপ নিয়মিতভাবে টায়ার মাপার যন্ত্র দিয়ে পরীক্ষা করতে হবে।
৪৫. প্রশ্ন ঃ গাড়ি চালানোর সময় সঠিক দূরত্ব বজায় রাখা কেন গুরুত্বপূর্ণ ?
উত্তর ঃ গাড়ি চালানোর সময় সঠিক দ্রুত বজায় রাখলে দুর্ঘটনার ঝুঁকি কমে এবং নিরাপত্তা নিশ্চিত হয়।
৪৬. প্রশ্ন ঃ যখন ট্রাফিক সিগন্যাল কাজ করছে না, তখন কি করতে হবে?
উত্তর ঃ ট্রাফিক সিগন্যাল কাজ না করলে সড়ক ক্রসিং নিয়ম অনুসরণ করতে হবে এবং অন্য গাড়ির সাথে সতর্ক থাকতে হবে।
৪৭. প্রশ্ন ঃ সড়ক বিভাজক দিয়ে পারাপার করার নিয়ম কি ?
উত্তর ঃ চড়ক বিভাজক দিয়ে পারাপার করার সময় সতর্কভাবে চলাচল করতে হবে এবং বিভাজক অতিক্রম করা উচিত নয়।
৪৮. প্রশ্ন ঃ ওয়েট লাইন বোঝানো কি ?
উত্তর ঃ ওয়েট লাইন হল একটি নির্ধারিত চিহ্ন যা ট্রাফিক সিগন্যালের সামনে গাড়ি থামানোর নির্দেশ দেয়।
৪৯. প্রশ্ন ঃ হেডলাইট কখন ব্যবহার করা উচিত ?
উত্তর ঃ হেড লাইফ সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত এবং কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় ব্যবহার করা উচিত। এটি রাতের বেলা রাস্তা স্পষ্টভাবে দেখতে সাহায্য করে।
৫০. প্রশ্ন ঃ ফুটপাতে গাড়ি পার্ক করা কি আইনসঙ্গত ?
উত্তর ঃ না, ফুটপাতে গাড়ি পার করা আইনত নিষিদ্ধ। এটি পথচারীদের চলাচলে অসুবিধা সৃষ্টি করে।
৫১. প্রশ্ন ঃ ট্রাফিক সিগন্যাল অমান্য করলে কি শাস্তি হতে পারে ?
উত্তর ঃ ট্রাফিক সিগন্যাল অমান্য করলে জরিমানা, লাইসেন্স পয়েন্ট কর্তন, বা লাইসেন্স বাতিল হতে পারে।
৫২. প্রশ্ন ঃ যানবাহনের টায়ারের চাপ কতক্ষণে পরীক্ষা করা উচিত ?
উত্তর ঃ প্রতি সপ্তাহে একবার টায়ারের চাপ পরীক্ষা করা উচিত।
৫৩. প্রশ্ন ঃ রাস্তায় চলমান গাড়ির কাগজপত্র পরিদর্শন করার কোন কর্মকর্তা ক্ষমতা রাখেন ?
উত্তর ঃ পুলিশ/বিআরটিএ এর কর্মকর্তা।
৫৪. প্রশ্ন ঃ কোন প্রকার হর্ন নিষেধ ?
উত্তর ঃ হাইড্রোলিক হর্ন।
৫৫. প্রশ্ন ঃ কুলিং ফ্যানের কাজ কি ?
উত্তর ঃ ইঞ্জিনের পানিকে ঠান্ডা করা।
৫৬. প্রশ্ন ঃ লাল বৃত্তের মধ্যে একটি লাল ও কালো গাড়ি থাকলে কি বুঝায় ?
উত্তর ঃ গাড়ি ওভারটেকিং নিষেধ।
৫৭. প্রশ্ন ঃ একজন চালক দৈনিক বিরতিহীন কত ঘন্টা গাড়ি চালাতে পারবে ?
উত্তর ঃ পাঁচ ঘন্টা।
৫৮. প্রশ্ন ঃ ইঞ্জিনের প্রতি সিলিন্ডারে ইস্পার্ক প্লাগ থাকে কয়টি ?
উত্তর ঃ ১ টি।
৫৯. প্রশ্ন ঃ ক্ষতিকর নির্গত গাড়ি চালানোর শাস্তি কি ?
উত্তর ঃ ২০০ টাকা জরিমানা দিতে হবে।
৬০. প্রশ্ন ঃ যানজট এড়াতে চালকের করণীয় কি ?
উত্তর ঃ যানজট এড়াতে চালকের করণীয় হলো, নির্ধারিত লেনে গাড়ি চালানো। সিগনাল এবং ট্রাফিক নির্দেশ মেনে চলা। অতিরিক্ত হর্ন বাজানো থেকে বিরত থাকা।
৬১. প্রশ্ন ঃ রোড ক্রসিং এর সময় কি নিয়ম মানতে হবে ?
উত্তর ঃ জেব্রা ক্রসিং ব্যবহার করতে হবে। ট্রাফিক সিগন্যাল মেনে রাস্তা পার হতে হবে।
৬২. প্রশ্ন ঃ লেন পরিবর্তনের নিয়ম কি ?
উত্তর ঃ লেন পরিবর্তনের নিয়ম হলো, লেন পরিবর্তনের আগে সিগন্যাল দিতে হবে এবং নিশ্চিত হতে হবে যে এটি নিরাপদ।
৬৩. প্রশ্ন ঃ গাড়ির ব্যাটারি রক্ষণাবেক্ষণ এর নিয়ম কি ?
উত্তর ঃ ব্যাটারির পানীয় নিয়মিত পরীক্ষা করতে হবে। কানেকশন পরিষ্কার রাখতে হবে। ব্যাটারি চার্জের অবস্থা নিশ্চিত করতে হবে।
৬৪. প্রশ্ন ঃ সাইলেন্ট জন কি এবং সেখানে কি নিয়ম মানতে হবে ?
উত্তর ঃ সাইলেন্ট জন হলো হাসপাতাল, স্কুল এবং আবাসিক এলাকার কাছাকাছি নির্ধারিত এলাকা। এখানে হর্ন বাজানো নিষিদ্ধ।
৬৫. প্রশ্ন ঃ গাড়ির ব্রেক ফেইল হলে কি করবেন ?
উত্তর ঃ প্রথমে হ্যান্ড ব্রেক ব্যবহার করবেন, এরপর গাড়ির গতি কমিয়ে নিরাপদ স্থানে থামাতে হবে। প্রয়োজনে সাহায্যের জন্য ট্রাফিক পুলিশ বা মেকানিককে ডাকুন।
৬৬. প্রশ্ন ঃ ওভারলোডেড গাড়ি চালানোর শাস্তি কি ?
উত্তর ঃ ওভারলোডেড গাড়ি চালালে বড় অঙ্কের জরিমানা দিতে হবে। এটি দুর্ঘটনার সম্ভাবনা বাড়ায়।
৬৭. প্রশ্ন ঃ স্পিড লিমিট ভাঙ্গার ফল কি হতে পারে ?
উত্তর ঃ স্পিড লিমিট ভাঙলে জরিমানা, দুর্ঘটনা ঝুঁকি এবং লাইসেন্স বাতিলের সম্ভাবনা থাকে।
৬৮. প্রশ্ন ঃ টায়ার অতিরিক্ত ক্ষয় হয় কেন ?
উত্তর ঃ চাকার এলাইনমেন্ট সঠিক না থাকলে, চাকার হাওয়া কম বা বেশি থাকলে, অতিরিক্ত মাল বহন করলে।
৬৯. প্রশ্ন ঃ রেডিয়েটরের কাজ কি ?
উত্তর ঃ পানি ঠান্ডা করা।
৭০. প্রশ্ন ঃ পার্কিংয়ের জন্য কোন জায়গা ব্যবহার করা উচিত ?
উত্তর ঃ পার্কিংয়ের জন্য পার্কিংয়ের নির্ধারিত জায়গা ব্যবহার করা উচিত।
ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার সড়ক আইন সম্পর্কিত প্রশ্ন
ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার আইন সম্পর্কিত প্রশ্ন জানা আপনার জন্য খুবই
গুরুত্বপূর্ণ। সড়ক আইনের বিভিন্ন দিক ও নিয়মাবলী সম্পর্কে সঠিক ধারণা না থাকলে
আপনি পরীক্ষায় সঠিক উত্তর দিতে পারবেন না। এজন্য পরীক্ষায় পাশ করার অন্যতম কৌশল
হচ্ছে সড়ক আইন সম্পর্কিত প্রশ্নের কিছু মৌলিক জ্ঞান অর্জন করা।
সড়ক আইনের মৌলিক নিয়ম ঃ সড়ক আইনের প্রশ্নগুলির মধ্যে থাকতে
পারে বিভিন্ন সড়ক পরিস্থিতিতে মৌলিক আইনের ব্যবহার কি ? অথবা সড়ক আইনের
প্রধান উদ্দেশ্য কি ? উত্তরে আপনাকে সড়ক আইনের মৌলিক ও প্রধান উদ্দেশ্য ও
প্রয়োগের নিয়মগুলো উল্লেখ করতে হবে।
জরিমানা ও শাস্তি ঃ কখনো কখনো প্রশ্ন আসে, সড়ক আইন লংঘন করলে
কি শাস্তি হতে পারে?, সড়ক আইন ভঙ্গ করলে কত টাকা জরিমানা দিতে হবে ? এই
ধরনের প্রশ্নের উত্তর দিলে জরিমানা বা শাস্তির পরিমাণ এবং প্রকার সম্পর্কে
আপনাকে জানতে হবে।
ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার সড়ক চিহ্ন সম্পর্কিত প্রশ্ন
আপনি যদি ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দিতে চান তাহলে ড্রাইভিং লাইসেন্স
পরীক্ষায় সড়ক চিহ্ন বিষয়ক প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই চিহ্নগুলোকে
চেনার দক্ষতা আপনার থাকতে হবে না হলে পরীক্ষা ভালো দিতে পারবেন না। সড়ক চিহ্ন
সম্পর্কিত যেমন প্রশ্ন হতে পারে।
সড়ক চিহ্নের ধরন ঃ সড়ক চিহ্নের ধরন এই প্রশ্নগুলিতে থাকতে পারে, একটি বিশেষ সড়ক চিহ্নের উদ্দেশ্য কি ?, অথবা কিভাবে সড়ক চিহ্নে তথ্য বোঝা যাবে ?। এমন প্রশ্নের উত্তরে আপনাকে সড়ক চিহ্নের ধরন ও তার গুরুত্ব সম্পর্কে বিস্তারিত উল্লেখ করতে হবে।
চিহ্নের প্রয়োগ ঃ সড়ক চিহ্ন প্রয়োগের উপর
প্রশ্ন যেমন হতে পারে, একটি নির্দিষ্ট চিহ্ন প্রয়োগের কিভাবে পরিবর্তন হয়
? অথবা কোন চিহ্ন কী বোঝায় ?। এমন প্রশ্নের উত্তরে আপনাকে সঠিক প্রয়োগ পদ্ধতি ও
পরিস্থিতি উল্লেখ করতে হবে।
ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার ট্রাফিক সাইন সম্পর্কিত প্রশ্ন
ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার মাধ্যমে ট্রাফিক সাইন সম্পর্কিত প্রশ্ন
আপনাকে সঠিকভাবে ট্রাফিক সাইন বুঝতে এবং সেগুলি অনুসরণ করতে সাহায্য করবে।
ট্রাফিক সাইন সম্পর্কিত যে ধরনের প্রশ্ন আসতে পারে, চলুন প্রশ্নের ধরন গুলি একটু
জেনে নিই।
ট্রাফিক সাইন্স চিহ্নিত করা ঃ ট্রাফিক সাইন এই প্রশ্নগুলির মধ্যে থাকতে পারে, কিভাবে ট্রাফিক সাইন চিহ্নিত করবেন ? বা একটি সাইন কি নির্দেশনা প্রদান করে ?। এমন প্রশ্নের উত্তরে আপনাকে সাইন চিহ্নিত করার প্রক্রিয়া ও সাইনগুলো কি নির্দেশ করে তা উল্লেখ করতে হবে।
সাইন অনুযায়ী আচরণ ঃ ট্রাফিক সাইন এই সম্পর্কিত বিষয়ে কখনো
কখনো এমন প্রশ্ন আসে যে, একটি ট্রাফিক সাইন অনুসারে কিভাবে গাড়ি চালানো উচিত ?,
ট্রাফিক সাইন অনুযায়ী আপনি কখন কোন পদক্ষেপ নিবেন ? এমন প্রশ্নের উত্তরে
আপনাকে সঠিক আচরণের ব্যাখ্যা দিতে হবে।
ড্রাইভিং লাইসেন্স পরীক্ষাতে সাধারণ প্রশ্ন
ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা তে সাধারণ প্রশ্ন ও উত্তর আপনার পরীক্ষার প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে বিবেচনা করা হবে। সাধারণ প্রশ্ন গুলি সাধারণত পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন ধরনের পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। লাইসেন্স পরীক্ষাতে কোন ধরনের সাধারণ প্রশ্ন আসতে পারে চলুন একটু জেনে নিই।
নিরাপত্তা বিষয়ক প্রশ্ন ঃ সাধারণ প্রশ্নগুলির মধ্যে থাকতে
পারে যেমন; সড়ক দুর্ঘটনা এড়ানোর জন্য কি পদক্ষেপ গ্রহণ করা উচিত ?, অথবা মেশিনের
নিয়মিত রক্ষণাবেক্ষণ কেন গুরুত্বপূর্ণ ?। এই প্রশ্নের উত্তরে আপনাকে নিরাপত্তা
ব্যবস্থা এবং দুর্ঘটনা কমানোর কৌশল গুলি উল্লেখ করতে হবে।
চালক আচরণ ঃ আচরণ সম্পর্কিত প্রশ্ন যেমন, একজন চালকের দায়িত্ব
কি ? অথবা অন্যান্য চালকদের সাথে শুষ্ক আচরণ কিভাবে করতে হয়?। উত্তরে আপনাকে
উত্তম আচরণ ও দায়িত্বের বর্ণনা প্রদান করতে হবে।
ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার নিরাপত্তা নির্দেশিকা বিষয়ক প্রশ্ন
ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় নিরাপত্তা নির্দেশিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নিরাপত্তা নির্দেশিকা সম্পর্কে কিছু সাধারণ প্রশ্ন থাকতে পারে যেমন, ড্রাইভিং এর
সময় সঠিক সিট বেল্ট ব্যবহার কেন গুরুত্বপূর্ণ ?, অথবা নিরাপদ ড্রাইভিং এর জন্য
কি ধরনের সতর্কতা অবলম্বন করা উচিত ?। সাধারণত এ ধরনের প্রশ্নের উত্তরে আপনাকে
সিট বেল্ট ব্যবহার করার গুরুত্ব এবং নিরাপদ ড্রাইভিং এর সতর্কতা সম্পর্কে বর্ণনা
করতে হবে।
এছাড়াও নিরাপদ গতিবেগ রাখা এবং সড়ক সংকেত মেনে চলা এ বিষয়ে বর্ণনা করতে হবে।
এই প্রশ্নের উদ্দেশ্য হলো পরীক্ষা নিশ্চিত করতে যে আপনি সড়কে নিরাপদ ভাবে চলাচল
করার মৌলিক নিয়ম গুলি জানেন এবং মেনে চলবেন। ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় এই
ধরনের প্রশ্ন গুলি বেশি এসে থাকে।
পরীক্ষার প্রস্তুতির জন্য কি কি বই পড়বেন
আপনার পরীক্ষার প্রস্তুতির জন্য সঠিক বই বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার জন্য কয়েকটি বই রয়েছে যেগুলো থেকে প্রশ্ন কমন আসে। যেমন;
- রোড সেফটি গাইড
- ড্রাইভিং লাইসেন্স টেস্ট রিভিউ
এছাড়াও লাইসেন্স পরীক্ষার জন্য বিশেষ কিছু বই রয়েছে যেগুলিতে সড়ক চিহ্ন ও
সড়ক আইন সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা আছে। এই বইগুলি সাধারণত পরীক্ষার
প্রস্তুতির জন্য প্রয়োজনীয় সমস্ত তথ্য প্রদান করে থাকে। ভালো প্রস্তুতির জন্য
আপনি এই বইগুলি পড়ে প্রস্তুতি নিতে পারেন।
ড্রাইভিং লাইসেন্সের মৌখিক পরীক্ষা
বিআরটিএ কর্মকর্তারা মৌখিক পরীক্ষায় লাইসেন্স প্রার্থীর থেকে সড়ক নিরাপত্তা
সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জানতে চাই। যেমন; ট্রাফিক নিয়মাবলী, ট্রাফিক সিগন্যাল
বা সাইন, গাড়ির বিভিন্ন যন্ত্রাংশের নাম ইত্যাদি। এছাড়াও লাইসেন্স প্রার্থীর
বয়স এবং প্রার্থী শারীরিকভাবে উপযুক্ত কিনা এসব বিষয়ে মৌখিক
পরীক্ষায় লক্ষ করা হয়।
শুধু লিখিত পরীক্ষায় পাশ করলেই আপনি লাইসেন্স পাবেন না বরং আপনাকে লাইসেন্সের
জন্য মৌখিক পরীক্ষাও দিতে হবে। তাই লিখিত পরীক্ষার পাশাপাশি ভালো চর্চা করুন যেন
মৌখিক পরীক্ষাটাও ভালোমতো দিতে পারেন। এজন্য অবশ্যই আপনার দক্ষতা ও মানবিক
জ্ঞান প্রয়োজন হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।
ড্রাইভিং লাইসেন্সের মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার উপায়
মৌখিক পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হওয়ার বিষয় সম্পূর্ণ রূপে লাইসেন্স প্রার্থীর
নিজের উপর নির্ভর করে। মৌখিক পরীক্ষায় কোনরকম জড়তা না রেখে চটজলদি উত্তর দিতে
হবে। অর্থাৎ প্রশ্ন করার সাথে সাথেই তাৎক্ষণিক উত্তর দিতে হবে। মনে রাখবেন
ড্রাইভিং লাইসেন্সের মৌখিক পরীক্ষা আপনাকে খুব সাধারন কিছু প্রশ্ন করা হবে।
আপনি যদি ভালো ড্রাইভিং ট্রেনিং স্কুল থেকে প্রশিক্ষণ নিয়ে ড্রাইভিং শিখে থাকেন
তাহলে খুব সহজে আপনি উত্তরগুলি দিতে পারবেন। ভাই বাবা মৌখিক পরীক্ষা বোর্ডের
কর্মকর্তারা আপনাকে ভিন্ন ট্রাফিক ফাইন দেখাবে এবং আপনাকে সেটির সঠিক উত্তর দিতে
হবে। এছাড়াও গাড়ির বিভিন্ন যন্ত্রাংশের নাম জিজ্ঞেস করা হবে। অনেক সময় লিখিত
পরীক্ষার বিভিন্ন প্রশ্নাবলী সম্পর্কে জিজ্ঞেস করতে পারে।
পরীক্ষায় সঠিক উত্তর প্রদান করার কৌশল
পরীক্ষায় সঠিক উত্তর প্রদান করার জন্য বেশ কিছু কৌশল রয়েছে। প্রথমত, প্রশ্নগুলি ধীরে ধীরে পড়ুন এবং বুঝার চেষ্টা করুন। প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার আগে প্রশ্নটি ভালোভাবে বিশ্লেষণ করে পড়ুন। এরপরে যদি আপনি নিশ্চিত না হন তবে চিন্তা করে উত্তর দিন এবং সব উত্তর একবার পুনরায় রিভাইস করুন।
তারপর, বেশ কিছু এমন প্রশ্ন আসতে পারে যেগুলো সড়ক আইন বা ট্রাফিক সাইন সম্পর্কিত
প্রশ্ন হতে পারে। এই প্রশ্নগুলি বেশি বেশি পড়ুন এবং মনে রাখার চেষ্টা করুন।
এরপরও সঠিক উত্তর মনে না আসলে প্রশ্নটি সঠিকভাবে বিশ্লেষণ করে করুন এবং আপনার
জ্ঞান অনুযায়ী উত্তর দিন। আশা করা যায় এই কৌশল অবলম্বন করলে আপনি পরীক্ষায়
ভালো ফলাফল করতে পারবেন।
আমাদের শেষ কথা ঃ ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার ৭০টি প্রশ্ন উত্তর ২০২৫
ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার প্রশ্ন উত্তর সম্পর্কে অনেক তথ্যই জানলাম। পরীক্ষার
প্রস্তুতি জন্য সঠিক পরিকল্পনা ও মনোযোগ খুবই গুরুত্বপূর্ণ। নিশ্চয় আপনার কঠোর
পরিশ্রম একদিন আপনাকে সফলতা এনে দিবে। সফলতা পাওয়ার জন্য অবশ্যই আপনাকে
মনোযোগী ও পরিশ্রমই হতে হবে।
পরীক্ষার পূর্বে ভালো প্রস্তুতি নিন এবং মনোযোগী হন। পরীক্ষায় সঠিক উত্তর প্রদান করার জন্য আপনার জ্ঞান ও পূর্ব প্রস্তুতি খুবই গুরুত্বপূর্ণ। ভুল থেকে সাবধান থাকুন এবং আপনার প্রস্তুতির প্রতি সতর্ক থাকুন। ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় ভালো ফলাফলের জন্য আজকের আর্টিকেলটির বর্ণনাগুলি অনুসরণ করুন। আশা করি ভালো ফলাফল পাবেন।
মুন্নি ফিল্যান্সারের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url